চট্টগ্রাম জেলা প্রশাসনের সেই আলোচিত নাজির মোহাম্মদ জামাল উদ্দিনের ১৫ বছরের রাজত্বের অবশেষে অবসান ঘটেছে। দীর্ঘদিন ধরে নানা অভিযোগ ও বিতর্কের পর তাকে অবশেষে চট্টগ্রাম থেকে অবমুক্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে শেষ হলো জেলা প্রশাসনে তার এক দশকেরও বেশি সময়ের একচ্ছত্র প্রভাব ও ক্ষমতার অধ্যায়।
এ সময় তাদের বিক্ষোভে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। পরে ১ ঘণ্টা ১০ মিনিট দেরিতে চট্টগ্রাম স্টেশন থেকে ছাড়ে পাহাড়িকা। তবে এসব যাত্রীদের কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনে তুলে দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা জানান, নবজাতকের জন্মের সময় অতিরিক্ত চাপ প্রয়োগে শিশুর মস্তিষ্কের টিস্যু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর প্রায় ৩০ ঘণ্টা আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার ২৯ জুলাই নবজাতকটি মারা যান।